মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি: জয়া

 

জাতির আলো ডেস্ক

প্রকাশ: ২6 ডিসেম্বর ২০২৪, ১০:00 পিএম

২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের।

 

সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

 

মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে বুধবার বিশেষ প্রদর্শনীতে সিনেমা দেখে মেহজাবীনকে ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন তিনি।

 

জয়া আহসান বলেন, অনেককেই বলতে শুনলাম- মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।

 

সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- আফসানা মিমি, নুসরাত ইমরোজ তিশা, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকীসহ অনেকেই।

 

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।

 

মেহজাবীন বলেন, যেটা আশা করেছিলাম, সে রকমই সাড়া পাচ্ছি।  সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।

 

‘প্রিয় মালতী’ সিনেমায় আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *