জাতীয়

স্মারক ডাকটিকেট এবং উদ্বোধনী খাম অবমুক্ত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৪ (জাতির আলো) : ‘বিশ্ব ডাক দিবস ২০২৪’  উপলক্ষে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ ৯ অক্টোবর (বুধবার) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন । দিবসটি উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
এ উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা এক বিবৃতিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে।
তিনি অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম ‘ন্যাচারাল বিউটি এ্যান্ড ওয়াইল্ডলাইফ অব বাংলাদেশ পোস্টেজ স্ট্যাম্পস’-এর মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য যে ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ণে ২২ দেশের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল  পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব  সর্বসম্মতিক্রমে গৃহিত হয় । পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে ‘বিশ্ব ডাক ইউনিয়ন দিবস’-এর নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments