খেলাধুলা

রায়ান থেকে এচেভেরি: ব্রাজিল-আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তরুণেরা

জাতির আলো, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

দক্ষিণ আমেরিকা বরাবরই ফুটবলের সোনার খনি। পৃথিবীকে অসংখ্য তারকা উপহার দিয়েছে মহাদেশটি। ব্রাজিল এবং আর্জেন্টিনা তো ফুটবলের সবচেয়ে সফল দেশগুলোরই অন্যতম। শুধু সাফল্যের নিরিখে নয়, নান্দনিকতার দিক থেকেও লাতিন ফুটবলের অবস্থান সবার ওপরে।

যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলের আধিপত্যে লাতিন ফুটবলের স্বকীয়তা কিছুটা হলেও নষ্ট করেছে। এরপরও নতুন তারকার আবির্ভাবের জন্য গোটা পৃথিবী তাকিয়ে থাকে লাতিন আমেরিকার দিকে। যেখান থেকে উঠে আসবে আরেকজন পেলে, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি এবং নেইমার।

এমন প্রত্যাশা থেকেই সবার চোখ ছিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার দিকে। যেখানে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন পরাশক্তিদের যুবারা। সেই প্রতিযোগিতার শেষ দিনের লড়াই গড়াবে আজ রাতে। যেখানে আলাদা ম্যাচে শিরোপার জন্য লড়াই করবে ব্রাজিল ও আর্জেন্টিনা। শিরোপা লড়াইয়ের আগে এবারের আসরে আলো ছড়ানো কয়েকজনের কথা।

আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে এবারের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করে ব্রাজিল। কিন্তু এই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ‘সেলেসাও’রা। এখন শেষ ম্যাচ দিয়ে শিরোপা স্বপ্নও দেখছে তারা। আর ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর পথে দারুণ অবদান রেখেছেন রায়ান ভিতর। বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে এসে দারুণভাবে আলো ছড়াচ্ছেন এই ফরোয়ার্ড।

চূড়ান্ত পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে গোল করা রায়ান সর্বশেষ গোলটি করেছে আর্জেন্টিনার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে। সেদিন ম্যাচে আগে গোল খাওয়া ব্রাজিল তখন শিরোপা হাতছাড়া করার শঙ্কায় কাঁপছিল আর তখনই ঠান্ডা মাথার ফিনিশিংয়ে গোল এনে দিয়ে ব্রাজিলকে ম্যাচে ফেরান রায়ান।

রায়ানের গোল উদ্‌যাপন
রায়ানের গোল উদ্‌যাপনএএফপি

গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই গোলই এখন বাঁচিয়ে রেখেছে ব্রাজিলের শিরোপা–স্বপ্ন। এই প্রতিযোগিতার আগে ভাস্কো দা গামার হয়ে খেলার সময়ই মূলত আলো ছড়ান রায়ান, যার ফলে বার্সেলোনার মতো ক্লাবের নজরেও আছেন তিনি। কে জানে, অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের পর হয়তো আরও অনেকে তাঁকে কেনার দৌড়ে শামিল হবে।

এবারের অনূর্ধ্ব-২০ আসরে দুর্দান্ত ফুটবল খেলা ক্লদিও এচেভেরির তারকা হয়ে ওঠার গল্পটা অবশ্য আরও পুরোনো। এর আগেই বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে চিনিয়েছেন এচেভেরি। দলবদলে তাঁকে কিনে নিয়েছে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবও। কিন্তু এবারের আসরে যেন নিজেকেও ছাড়িয়ে গেলেন এচেভেরি। ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলে জেতা ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছিলেন এচেভেরি।

সেদিন তিনি করেছিলেন জোড়া গোল। এরপর এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৬ গোল। আর্জেন্টিনাকে সামনে থেকে পথ দেখিয়েছেন এই তরুণ তুর্কি। শুধু গোল করাতেই নয়, গোল করিয়েছেনও তিনি। সব মিলিয়ে সহায়তা করেছেন ৩ গোলে। এমন পারফরম্যান্সের পর দুর্দশা কাটাতে পেপ গার্দিওলাও হয়তো দ্রুত দলে সুযোগ করে দেবে তাঁকে। এরপর তো এচেভেরির শুধুই এগিয়ে যাওয়া।

আর্জেন্টাইন তারকা এচেভেরি
আর্জেন্টাইন তারকা এচেভেরিএএফপি

এচেভেরির পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে আলো ছড়িয়েছেন ইয়ান সুবিয়াব্রেও। আর্জেন্টিনার হয়ে এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ ৩ গোল করেছেন তিনি। স্ট্রাইকার হিসেবে সুবিয়াব্রের সামনের দিনগুলোয় আরও বড় হয়ে ওঠার সুযোগ আছে। সুবিয়াব্রের খেলা অনেকটা হুলিয়ান আলভারেজকে মনে করিয়ে দেয়। তিনি নিজেও হতে চান আলভারেজের মতো ক্ষুরধার। তবে সুব্রিয়াব্রের যাত্রাটা কেবল শুরু হলো। যেতে হবে আরও অনেক দূর।

আর্জেন্টাইন তরুণ ইয়ান সুবিয়াব্রে
আর্জেন্টাইন তরুণ ইয়ান সুবিয়াব্রেইনস্টাগ্রাম

এবারের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। যাঁদের ওপর ভর করে কলম্বিয়া বড় স্বপ্ন দেখছিল, নেইসের ভিয়ারিয়াল তাঁদের অন্যতম। দলগতভাবে কলম্বিয়া শিরোপা লড়াইয়ে টিকতে না পারলেও, ভিয়ারিয়াল কিন্তু তাঁর কাজটা ঠিকই করে দেখিয়েছেন। ৭ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা তিনি। সঙ্গে আছে দুটি সহায়তাও। এমনকি গ্রুপ পর্বের তিন ম্যাচসহ টানা চার ম্যাচে গোল পেয়েছেন এই উইঙ্গার। মূলত চূড়ান্ত পর্বে যে দুই ম্যাচে গোল পাননি, সেগুলোতেই হেরেছে তাঁর দল। তবে দলের ব্যর্থতা বাদ দিলে এখনই বড় স্বপ্ন দেখাচ্ছেন মিলোনারিওসে খেলা এই তরুণ। পাশাপাশি এই প্রতিযোগিতার পর ইউরোপের দলগুলোও হয়তো আগ্রহী হয়ে উঠবে তাঁকে নিয়ে।

কলম্বিয়ান তরুণ নেইসের ভিয়ারিয়াল
কলম্বিয়ান তরুণ নেইসের ভিয়ারিয়ালইনস্টাগ্রাম

মাত্র ১৯ বছরেই চিলির যুব দলের হয়ে আলো ছড়িয়েছেন ফ্রান্সিসকো রোসেল। দল খুব বেশি ভালো না করলেও ভিয়ারিয়েলের মতো আলো ছড়িয়েছেন তিনিও। টুর্নামেন্টে সব মিলিয়ে করেছেন ৫ গোল। এর মধ্যে ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে জেতা ম্যাচে করেছেন জোড়া গোল। রোসেল ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও দলের কাছ থেকে তেমন কোনো সহায়তা পাননি। তবে এই পারফরম্যান্স তাঁকে জন্য হয়তো জাতীয় দলে ঢোকার রাস্তা করে দেবে।

 

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments