রাজনীতি

যত্রতত্র মোরাল পুলিশিং সমর্থনযোগ্য না: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন, যত্রতত্র মোরাল পুলিশিং সমর্থনযোগ্য না। এতে বিশৃঙ্খলা তৈরি হয়।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে ইউনুস আহমেদ আরও বলেন, এখন সময় দেশ সংস্কারের, দেশ গড়ার। বহুমত, বহুপথ ও ভিন্ন চিন্তার সবাই মিলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণের এই সময়ে অহেতুক বিতর্ক যারা তৈরি করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী প্রমুখ উপস্থিত ছিলেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments