খেলাধুলা

তবে কি এল ক্লাসিকোতেই লা লিগা শিরোপার মীমাংসা

০৬ এপ্রিল ২০২৫

 

জিতলেই রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থাকার সুযোগ। কিন্তু এমন ম্যাচে আটকে গেল বার্সেলোনা। গতকাল রাতে লা লিগায় নিজেদের মাঠে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করেছে বার্সা। লিগ শিরোপার লড়াইয়ে রিয়াল ও বার্সার মধ্যে পার্থক্য এখন ৪ পয়েন্টের, যা বাকি আট ম্যাচের মধ্যে কমে আসা খুবই সম্ভব।

তাহলে কি ২০২৪-২৫ লা লিগা শিরোপার নিষ্পত্তি এল ক্লাসিকোই করে দেবে? এবারের লিগে রিয়াল-বার্সার একটি ম্যাচ এখনো বাকি। বার্সার জন্য ভালো দিক হচ্ছে, ম্যাচটি তাদেরই মাঠে। ১১ মে অলিম্পিক স্টেডিয়ামের সেই ম্যাচে রিয়ালও মাঠে নামবে শিরোপা ধরে রাখার বড় প্রচেষ্টা নিয়েই।

গত রাতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়ালেরও। তবে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের (৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট)। তবে কয়েক ঘণ্টা পরই কার্লো আনচেলত্তির দলকে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় বেতিস। ৭ মিনিটে গাভি বার্সাকে এগিয়ে দিলেও ১৭ মিনিটে নাথান হেডে গোল করে যে সমতা আনেন, গোলকিপার আদ্রিয়ানের দৃঢ়তায় সেটি ধরে রেখেই তারা ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে (বার্সা ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট)।

বেতিসের কাছ থেকে তিন পয়েন্ট নিতে পারেনি ইয়ামালের বার্সেলোনা।
বেতিসের কাছ থেকে তিন পয়েন্ট নিতে পারেনি ইয়ামালের বার্সেলোনা।এএফপি

বার্সেলোনা ম্যাচে আক্রমণের ধার ও গোলের সুযোগ বেশি তৈরি করেও যে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। সেটি নিয়ে অবশ্য বড় খেদ নেই কোচ হানসি ফ্লিকের, ‘এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে এগিয়ে আছি (এই মুহূর্তে সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট এগিয়ে)। এটা ভালোই। প্রথমার্ধে বেশ কটি ভুল করেছি, আবার সুযোগও তৈরি করেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। ফলটা ভালো করার চেষ্টা করেছি তখন।’

বার্সেলোনাকে এখন লিগ জেতার জন্য শেষ ৮ ম্যাচকেও ‘দ্বিতীয়ার্ধ’ হিসেবেই দেখতে হবে। বার্সা, রিয়াল দুই দলই ম্যাচ খেলেছে ৩০টি করে। যে ৮টি করে ম্যাচ বাকি দুই দলের, তাতে চারটি হোমে, চারটি অ্যাওয়ে। এর মধ্যে বার্সার প্রথম তিনটি অ্যাওয়ে প্রতিপক্ষ সহজ-লেগানেস, এস্পানিওল ও ভায়াদোলিদ। তিনটি দলই এই মুহূর্তে ১৫ নম্বরের পরে অবস্থান করছে। তবে ফ্লিকের দলের আসল চ্যালেঞ্জ হবে লিগের শেষ ম্যাচে। সেটি খেলতে হবে পয়েন্ট তালিকার চারে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে। যে কারণে লিগের ৩৫তম ম্যাচে রিয়ালের বিপক্ষে ম্যাচের ফল বড় প্রভাবক হয়ে উঠতে পারে।

রিয়ালও নিশ্চিতভাবে চোখ রাখবে এল ক্লাসিকোর দিকেই। সে ম্যাচে তিন পয়েন্ট নিতে পারলে বার্সেলোনা অন্য কোনো ম্যাচে পয়েন্ট খোয়ালেই কার্লো আনচেলত্তির দলের সামনে ট্রফি জয়ের সুযোগ এসে যাবে। বার্সেলোনা বাদে রিয়ালের যে তিনটি অ্যাওয়ে বাকি, সবই ১০ নম্বরের পরে থাকা দলের বিপক্ষে-আলাভেস, হেতাফে ও সেভিয়া।
লিগে রিয়ালের পরের ম্যাচ আলাভেসের মাঠে ১৩ এপ্রিল। তার আগে লেগানেসের মাঠে খেলতে যাবে বার্সেলোনা।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments