শনিবার (২৯ জুন) সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি।
মাহিরার পরিবার সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।
এ ঘটনার পর সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মাহিরার বাবা আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহানা পারভীন বর্তমানে চরম উৎকণ্ঠায় আছেন। পরিবারের পাশাপাশি মাহিরার সহপাঠীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে মাহিরার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ মাহিরার কোনো তথ্য বা অবস্থান সম্পর্কে জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মাহিরার নিখোঁজ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও উদ্বেগের ছাপ স্পষ্ট। অনেকেই দ্রুত তার সন্ধান চেয়ে পোস্ট ও শেয়ার করছেন।
এখন পর্যন্ত মাহিরার কোনো সন্ধান মেলেনি। তার নিরাপত্তা এবং দ্রুত ফিরে আসার জন্য সবার দোয়া চেয়েছে পরিবার।