
ব্রাজিলিয়ান ভুল খেলোয়াড়ের অ্যাকাউন্টে ৩ কোটি ৯২ লাখ টাকা পাঠিয়ে বিপাকে
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো মহাবিপদেই পড়েছে। ক্লাবটির হিসাবরক্ষণ বিভাগের কর্মীরা একটু সতর্ক হলেই এই বিপদ অবশ্য এড়ানো যেত।
ভুল খেলোয়াড়ের অ্যাকাউন্টে ৩ কোটি ৯২ লাখ টাকা পাঠিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ক্লাব তবে পেশাদার ফুটবলের দুনিয়ায় সাধারণত এমন ঘটনা বিরল। ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে একই নামে দুটি ভিন্ন খেলায় দুজন খেলোয়াড় থাকায়।
সম্প্রতি ফ্লামেঙ্গো জোয়াও গোমেজ নামের এক খেলোয়াড়কে ইংলিশ ক্লাব উলভারহাম্পটনের কাছে বিক্রি করেছে। ট্রান্সফার ফির অংশ ও অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে গোমেজের প্রাপ্য অর্থের পরিমাণ বেশ ভালোই। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা। উলভারহাম্পটন দলবদলের টাকা ফ্লামেঙ্গোকে পাঠিয়ে দিলেও ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে যখন তা গোমেজের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
ফ্লামেঙ্গোতে জোয়াও গোমেজ নামে আরও একজন খেলোয়াড় আছেন। তিনি ফুটবলার নন, বাস্কেটবল দলের সদস্য। দুজনেরই পুরো নাম একই—জো...