ইসফাহান, তাবরিজ এবং হামাদান শহরে সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন, দখলকার ইসরায়েল ন্যাটোসহ পশ্চিমাদের সহযোগিতায় নিজেকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে চালানোর হামলার প্রতিক্রিয়া জানাতে আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড, বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে, তাই এটি কেউ ধ্বংস করতে পারবে না।
হাতামি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে রুখে দেয়। ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরানি জনগণের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে হাতামি বলেন, শক্তি জোগাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।