অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং, হঠাৎ চিৎকার করে বেরিয়ে যান ঐশ্বরিয়া

বলিউডে অনেক সময় শুটিং ফ্লোরেও এমন মুহূর্ত আসে, যা নায়ক–নায়িকার জন্য চমকপ্রদ এবং অস্বস্তিকর উভয়ই হতে পারে। তেমনই এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই। অনিল কাপুরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে ঘটে এই ঘটনা। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি বলে রুম থেকে বেরিয়ে যান অভিনেত্রী।

২০০০ সালের কথা। তখন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনালি বেন্দ্রে। ঐশ্বরিয়া তখন নতুনত্বের ধাপ অতিক্রম করছিলেন, বলিউডে তার সাফল্য এখনও স্থায়ী হয়নি। যদিও ‘তাল’ ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।

ঠিক তখনই পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুর তখন সতীশকে ঐশ্বরিয়াকে নিতে প্রস্তাব দেন। প্রথমে সতীশ রাজি ছিলেন না, কিন্তু অনিলের পরামর্শে তিনি ছবিতে ঐশ্বরিয়াকে চুক্তিবদ্ধ করেন।কিন্তু শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

এক শয্যা দৃশ্যে ক্যামেরা ঘোরাচ্ছে। বিছানায় শুয়ে ছিলেন অনিল ও ঐশ্বরিয়া। “অ্যাকশন” শব্দেই অনিল ঐশ্বরিয়াকে কাছে টানেন এবং চুম্বনের দৃশ্যে এগোন। হঠাৎ ঐশ্বরিয়া চিৎকার করে ওঠেন এবং গট গট করে মেকআপ রুমে চলে যান।সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলিপাড়ায় ঝড় ওঠে।

জানা যায়, অনিলের সঙ্গে এক শয্যা দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন ঐশ্বর্য। ক্যামেরার সামনেই চিৎকার করে উঠেছিলেন তিনি। পরবর্তীতে জানা যায়, ঐশ্বরিয়া শয্যা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিতে ছিলেন। এই কারণে তার চিৎকার। অনুরোধ অনুযায়ী, সেই দৃশ্য পরে শুটিং থেকে বাদ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *