হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এ হামলার জন্যও তাদের দায়ী করছে দখলদাররা। খবর আল-আরাবিয়ার।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমানবাহিনীর তথ্য উল্লেখ করে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী দ্বারা প্রতিহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি।
জবাবে ইসরায়েল দুই বছরে ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুতি-নিয়ন্ত্রিত বন্দর এবং মিলিশিয়া-নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দর লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা হয়। এ ছাড়া প্রায় প্রতি সপ্তাহে ছোটখাটো হামলা চলছেই।
যেমন, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এ দিনের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে সফল আঘাত করেছে।