শিক্ষা

রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব ২২ ফেব্রুয়ারি

জাতির আলো – ২০ ফেব্রুয়ারি ২০২৫

 

দুই যুগপূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু)। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) এ উৎসবটি তিনটি ধাপে উদযাপন করা হবে। সংগঠনটির সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রথম ধাপে সকাল ৯টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও বেলুন-পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। পরে আনন্দ শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা।

দ্বিতীয় ধাপে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে আলোচনা সভা হবে। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যম ব্যক্তিরা এবং রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা আলোচনা সভায় অংশ নেবেন।

তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় র‌্যাফেল ড্র, স্মৃতিচারণসহ থাকবে সুপরিচিত শিল্পগোষ্ঠী ও মিউজিক ব্যান্ডের পরিবেশনা।

রুরুর সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি গৌরবের সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে আসছে। দেখতে দেখতে প্রাণের এ সংগঠন দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের মাঝে এক মিলনমেলা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠন। সংগঠনটির সদস্যরা ২০০১ সাল থেকে ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চা করছেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments