বিনোদন

ইলিয়ানা আবার মা হচ্ছেন

জাতির আলো, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

চলতি বছরের শুরুতেই আভাস দিয়েছিলেন, আবারও মা হতে চলেছেন। তবে আজ নতুন এক ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ জানালেন, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। প্রথম সন্তান ছেলে ফিনিক্সের বয়স মাত্র ১৬ মাস। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ফিনিক্সের সঙ্গে আদুরে সব ছবি পোস্ট করেন তিনি।

‘ভালোবাসা, শান্তি ও মহানুভবতা। আশা করছি, ২০২৫-এ আরও অনেক কিছু হবে। একবার দেখে নিন।’ এই ক্যাপশনে ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যে ভিডিওর শেষে বোঝা যায়, আবারও অন্তঃসত্ত্বা তিনি।

২০২৩ সালের এপ্রিলে এই অভিনেত্রী প্রথমবার মা হওয়ার কথা জানান। আর তখনো বেশ রহস্য ছিল তাঁর স্বামীর পরিচয় ঘিরেই। কারণ, অভিনেত্রী যে বিবাহিত, তা-ই ছিল না কারও জানা। ‘শিগগিরই আসছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট সোনাকে’, লিখেছিলেন তিনি।

আর তার পর থেকে প্রশ্ন উঠতে থাকে, ‘কে বাবা’। এমনকি সন্তানের পিতৃপরিচয় সামনে না আনায় চলতে থাকে কটাক্ষও। যদিও তাতে খুব একটা পাত্তা দেননি তিনি।

তবে প্রথম ছেলের জন্মের পর স্বামীর পরিচয়ও জানান এই অভিনেত্রী। স্বামীর নাম মাইকেল ডোলান। ২০২৩ সালের আগস্টে জন্ম হয় কোয়া ফিনিক্স ডোলানের। আর এবার ২০২৫ সালে তাঁদের সংসারে নতুন সদস্য আসার পালা।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments