কৃষি ও প্রকৃতিজাতীয়দেশগ্রামনগর জীবনবিশ্বসর্বশেষ

ফেব্রুয়ারি জুড়ে প্রেমের মৌসুম, কবে কোন দিবস?

০৩ ফেব্রুয়ারি ২০২৫, জাতির আলো

 

রোজ ডে (Rose Day)

গোলাপ দেওয়া-নেওয়ার দিবস দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহের। ৭ ফেব্রুয়ারি উৎযাপন হয় রোজ ডে। প্রিয় মানুষটিকে পছন্দের রঙের গোলাপ তুলে দিন এই দিনে। তবে একের রঙের গোলাপের অর্থ কিন্তু একেকরকম। সেটি জেনে নিন আগে।

প্রপোজ ডে (Propose Day)

কাউকে মন দিয়ে বসে আছেন কিন্তু এখনও তাকে জানাননি। তাহলে এই দিনটি কাজে লাগান। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়।

চকলেট ডে (Chocolate Day)

অনেকের কাছেই এই দিবসটি বেশ পছন্দের। রকমারি চকলেট প্রিয় মানুষকে উপহার দেওয়ার রীতি ৯ ফেব্রুয়ারি।

টেডি ডে (Teddy Day)

নারীরা টেডি বিয়ার বা পুতুল পছন্দ করেন। অনেক পুরুষও সফট টয় বা টেডি পছন্দ করেন। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত। এই দিনে প্রিয়জনকে টেডি উপহার দিতে পারেন।

প্রমিস ডে (Promise Day)

ভালোবাসা আর প্রতিশ্রুতি শব্দ দুটো শব্দ একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও।

হাগ ডে (Hug Day)

মনের মানুষকে জড়িয়ে ধরার দিন ১২ ফেব্রুয়ারি। হাগ ডে হিসাবে প্রচলিত এ দিন।

কিস ডে (Kiss Day)

প্রেমের সপ্তাহের এই দিনে সঙ্গীকে চুমু খেতে পারেন। অনেকের মতে, মুখে না বলা কথাও চুমুর মাধ্যমে ব্যক্ত করা যায়। ১৩ ফেব্রুয়ারি উৎযাপন হয় কিস ডে বা চুম্বন দিবস।

ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)

মৌসুমের সবচেয়ে জনপ্রিয় দিবস এটি। বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। উপহার, প্রতিশ্রুতি সব কিছুর পাশাপাশি মনের মানুষকে ভালোবাসা বোঝানোর দিন এটি। এদিন ভালোবাসুন প্রাণ ভরে।

অ্যান্টি ভ্যালেন্টাইনস উইক (Anti Valentines Week)

ফেব্রুয়ারির ৭-১৪ তারিখ ভালোবাসায় মাখামাখি হয়ে থাকার সময়। তবে অনেকেই আছেন যারা ‘প্রেম দিবস’ পালনের বিরোধী। জানেন তাদের জন্য আছে ‘অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক’? শুনে অবাক হচ্ছেন? ভালোবাসার দিনগুলো নিয়ে সবাই যতটা আলোচনা করেন, প্রেম বিরোধী দিবসগুলো নিয়ে তেমন করেন না। তাই এগুলো অগোচরেই থেকে যায়।

প্রেম বিরোধী দিবসগুলোর কবে কী দিবস জেনে নিন-

স্ল্যাপ ডে (Slap Day): ১৫ ফেব্রুয়ারি

কিক ডে (Kick Day): ১৬ ফেব্রুয়ারি

পারফিউম ডে (Perfume Day): ১৭ ফেব্রুয়ারি

ফ্লার্ট ডে (Flirt Day): ১৮ ফেব্রুয়ারি

কনফেশন ডে (Confession Day): ১৯ ফেব্রুয়ারি

মিসিং ডে (Missing Day): ২০ ফেব্রুয়ারি

ব্রেকআপ ডে (Break Up Day): ২১ ফেব্রুয়ারি

এই দিবসগুলো সম্পর্কে কি জানা ছিল আপনার? সিঙ্গেল হোন কিংবা সম্পর্কে থাকুন পছন্দের দিবস উদযাপন করতে পারেন অনায়াসে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments