আফগান স্পিনার এবার কোটিপতি
ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ গজনফরকে কি মনে আছে? অন্য দলের ক্রিকেটার ও সমর্থকদের না থাকলেও মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের ভালো করেই মনে থাকার কথা। গত নভেম্বর শারজায় প্রথম ওয়ানডেতে এই ‘মিস্ত্রি’ স্পিনারের কাছেই বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।
গজনফরের ধাঁধাঁ বুঝতে না পেরে একে একে ছয় বাংলাদেশি ব্যাটার ড্রেসিংরুমের পথ ধরেন। ১৮ বছর বয়সী এই অফস্পিনারের কাছেই সেদিন মূলত হেরেছিল বাংলাদেশ।
শারজায় মায়াজাল বিছানো সেই স্পিনার এবার আইপিএলের নিলামে টাকার ঝড় তুলেছেন। লাখপতি থেকে কোটিপতি হয়েছেন তিনি।
ভিত্তিমূল্য ভারতীয় মুদ্রায় ৭৫ লাখ রুপি থেকে ৪ কোটি ৮০ লাখ রুপির মালিক হয়েছেন গজনফর। তাকে দলে পেতে বেশ কটি দলের কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত সর্বোচ্চ দামে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
দ্বিতীয় দিনের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ভুবনেশ্বর কুমার। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। অথচ, তাকে পেতে শুরুতে মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টাসের মধ্যে বেশ দরকষাকষি চলে।
কিন্তু হঠাৎ করেই তাদের দরকষাকষিতে ঢুকে পরে আরসিবি। পরে সর্বোচ্চ দামেই তাকে নিয়ে নেয় বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন দীপক চাহার। গত টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই পেসার ৯ কোটি ২৫ লাখ টাকায় মুম্বাইয়ে জায়গা পেয়েছেন।
অন্যরা যখন কোটি কোটি রুপির মালিক হচ্ছেন তখন বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটার আবার অবিক্রিত রয়ে গেছেন।
নিলামে নাম উঠলেও কেইন উইলিয়ামসন, অজিঙ্কা রাহানে, পৃথ্বী শ ও গ্লেন ফিলিপসের মতো তারকারা দল পাননি। এ সব তারকার মতো প্রথম দিন দল পাননি ডেভিড ওয়ার্নার, দেবদূত পাডিক্কালও।