জাতীয়বিশ্ব

অবৈধ বা অনিয়মিত অভিবাসন বন্ধ না হলে বৈধপথে অভিবাসনের সুযোগ সংকুচিত হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ (জাতির আলো) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘অবৈধ বা অনিয়মিত অভিবাসন বন্ধ না হলে বৈধপথে অভিবাসনের সুযোগ সংকুচিত হবে। ইতোমধ্যে ইতালিতে ৬০ হাজার পাসপোর্ট আটকে আছে।’

আজ ১৭ নভেম্বর (রবিবার) ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘প্রচুর মিথ্যা কাগজপত্র দেওয়ায় ইতালিতে পাসপোর্টগুলো আটকে আছে। দুঃখজনকভাবে এই দুর্নাম আমাদের হয়েছে। সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করলে তারা লোক নিতে রাজি আছে।’

তি‌নি ব‌লেন, ‘তারা কিন্তু সুযোগ দিয়েছে বৈধপথে অভিবাসন করার জন্য। অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত আনার জন্য স্ট্যার্ন্ডার্ড অব প্রসিডিউর আছে এবং আমরা তাদের ফেরত আনছি। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের সহযোগিতা করাই ভালো। আমাদের প্রবাসীদের বৃহত্তর স্বার্থ আছে এখানে। যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে বৈধপথে অভিবাসনের অনেক সম্ভাবনার তৈরি হচ্ছে। আমরা যদি অবৈধ অভিবাসন ঠেকাতে না পারি, তবে বৈধপথে অভিবাসনের সুযোগ পাব না।’

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার আলোচনা নি‌য়ে উপদেষ্টা ব‌লেন, ‘বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সরকার আলোচনা করছে। এটি নিয়ে আমরা কথাবার্তা না বলি। এটি করতে হবে অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে। এটি নিয়ে চেচামেচি করলে এটি কাজ করবে না।’

‘আমরা চেষ্টা করছি সম্পদ ফিরিয়ে আনার। প্রকৃতপক্ষে যেসব দেশে আমরা মনে করি— সম্পদ পাচার হয়ে থাকতে পারে, সেসব দেশে আমরা চেষ্টা করছি সম্পদ ফিরিয়ে আনা যায় কি না’,- বলেন মো. তৌহিদ হোসেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments