আন্দোলনে লাভ হবে না, ঘরে বসে সিরিয়াল দেখেন : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে কত লোক, লোকারণ্য। পথে পথে মানুষ আর মানুষ। কত যে মানুষ। এটা হয়ে গেছে মহাসমুদ্র। জনতার মহাসমুদ্রের গর্জনধ্বনি শুনতে পাচ্ছি। বিএনপির নেতাদের বলব ঘরে বসে সিরিয়াল দেখেন, আন্দোলনে লাভ হবে না।
ওবায়দুল কাদের বলেন, সরকার চায় সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বিএনপির নেতাদের বলব ঘরে বসে সিরিয়াল দেখ, আন্দোলনে লাভ হবে না।
কাদের বলেন, বাংলাদেশে গত ৪৮ বছরের সবচেয়ে বড় অর্জন একজন মানুষ তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমাদের অর্জন যদি কোনো মানুষকে বিবেচনা করি তিনিই আমাদের অর্জন। একটা সময় আসবে শেখ হাসিনা, শেখ রেহানা, আমি, আমরা কেউ থাকবনা কিন্তু অর্জনগুলো থেকে যাবে।