আন্তর্জাতিক

ইউক্রেনের ৬৬ হাজার সৈন্য নিহত হয়েছে, দাবি রাশিয়ার
রুশ সেনাদের লক্ষ্য করে মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণ করছে ইউক্রেনীয় সেনারা
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৬৬ হাজারেরও বেশি সৈন্য এবং সাত হাজারেরও বেশি অস্ত্র হারিয়েছে।
সামরিক নেতাদের সঙ্গে আলাপের সময় শোইগু বলেন, বিশেষ আক্রমণ শুরুর পর থেকে শত্রুর ক্ষয়ক্ষতি ৬৬ হাজার সেনা ও ৭ হাজার ৬০০ অস্ত্র ।
তিনি আরও বলেন, রাশিয়ার সেনারা এক মাসে ১৫৯টি হিমারস ক্ষেপণাস্ত্র, এক হাজারেরও বেশি বিমান ড্রোন এবং ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
শোইগু বলেন, আক্রমণের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করে ইউক্রেনীয় জঙ্গিরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এই সন্ত্রাসী হামলাগুলোকে সামরিক বিজয় হিসেবে আখ্যায়িত করছে।
শোইগু বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়া অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনীয় নেতৃত্ব তার পশ্চিমা অভিভাবকদের কাছে আরও সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেতে কিছু সাফল্য প্রদর্শনের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। কিন্তু এটা সংঘর্ষকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে। ইউক্রেন রাশিয়ার দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments