বিনোদন

১০৯ নাটকে প্রতিটিই ১ কোটি ভিউজ হিমির !

ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এখন পর্যন্ত তিনি ১০৯টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। শুধু অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে লেখা আছে, ‘অভিনন্দর জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’

এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরা শুভ্চ্ছো জানিয়েছে। মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের দুইজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়, হিমির এই সাফল্যের জন্য অভিনন্দন জানায়, ‘আপনি আরও ভালো নাটক ‍উপহার দিবেন আশা করি।’

আবার অনেকেই এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। জুলকারনাইন শায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন যারা এই অভিনেত্রীর অন্তত একটি নাটক দেখেছেন তারা ‘লাভ’ রিঅ্যাক্ট, যারা একটিও দেখেননি তারা ‘ওয়াও’ আর যারা অভিনেত্রীর নামও শোনেননি তারা ‘স্যাড’ রিঅ্যাক্ট দেন। সেখানে দেখা গেছে ‘লাভ’ রিঅ্যাক্টের চেয়ে ‘ওয়াও’ এবং ‘স্যাড’ রিঅ্যাক্ট বেশি।

প্রসঙ্গত, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments