নগর জীবন

সাঈদীর কবর জিয়ারতে যাচ্ছিলেন, পথে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে রাজাশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন নাসিম আলী (৩২), জুয়ালে রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলের নেতাকর্মীরা রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপরে মুখোমুখি অবস্থায় ছিল। এ ঘটনায় আহত ৫০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল রাতে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments