জাতীয়নগর জীবন

শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান তাদের জন্য সেবা দেয়াটা স্বচ্ছ এবং জনমুখী করার কথা বলেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নিতে হবে।

আজ ২৫ নভেম্বর (সোমবার) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজওয়ানা হাসান।

রিজওয়ানা বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন সমতার ভিত্তিতে (ইকুইটি) হয়নি। জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে না রেখে গোষ্ঠী স্বার্থের জন্য উন্নয়ন পরিকল্পনার পরিবর্তন করা হয়। পরিকল্পনাগুলোকে এমনভাবে নষ্ট করা হয়েছে, যা কতখানি উদ্ধার করা সম্ভব তা বলা মুশকিল।

ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি। তাদের বলে দিয়েছি- দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে।

তিনি বলেন, যদি ক্যান্টনমেন্টের ভেতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকী শহর কেন আমরা সাজাতে পারলাম না। শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান, বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের প্রধান এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বুয়েট(ইউএসএবি) -এর সভাপতি প্রফেসর ড. আসিফ উজ-জামান খান প্রমুখ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments