খেলাধুলা

লা লিগা দুই বদলির গোলে আতলেতিকোর আড়াই ঘণ্টার ‘রাজত্ব’ কাড়ল বার্সেলোনা

লা লিগার শীর্ষস্থান নিয়ে অনেক দিন ধরেই চলছে ত্রিমুখী লড়াই। শীর্ষে থেকে ২০২৫ সাল শুরু করা আতলেতিকো মাদ্রিদকে জানুয়ারিতেই পেছনে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্সেলোনা ‘দুই মাদ্রিদকে’ টপকে যায় গত সপ্তাহে; ৫৮ দিন পর উঠে আসে শীর্ষে।

সেই বার্সাকে কাল দুইয়ে নামিয়ে এক নম্বরে উঠেছিল আতলেতিকো। কিন্তু আড়াই ঘণ্টা পরেই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হান্সি ফ্লিকের দল। লাস পালমাসের বিপক্ষে বদলি নেমে বার্সাকে জিতিয়েছেন দানি ওলমো ও ফেরান তোরেস।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন আতলেতিকোর হুলিয়ান আলভারেজ
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন আতলেতিকোর হুলিয়ান আলভারেজএএফপি

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় আতলেতিকোর ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় কাল রাত সাড়ে ১১টায়। বিশ্বকাপজয়ী দুই আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের ২ ও আনহেল কোরেয়ার ১ গোলে আতলেতিকো যখন ৩-০ ব্যবধানের জয়ে শীর্ষে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে, তখন বাজে রাত দেড়টা।

ক্যানারি দ্বীপপুঞ্জে লাস পালমাসের অতিথি হয়ে যাওয়া বার্সেলোনার ম্যাচটি শুরু হয় রাত ২টায়। ম্যাচের শুরু থেকে বলের দখল, নিখুঁত পাসিং, লক্ষ্যে শট নেওয়া—সবকিছুতেই এগিয়ে ছিল বার্সা। কিন্তু প্রথমার্ধে গোল পাওয়া হয়নি।

অবনমন অঞ্চলের আশপাশে থাকা লাস পালমাস বার্সাকে ৪৫ মিনিট আটকে রেখেছে—খবরটা আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের কানে গেলে খুশি হওয়ার কথা।

কিন্তু গোলের জন্য হন্যে হয়ে ওঠা বার্সা কোচ ফ্লিক আসল চালটা চালেন বিরতির পরপরই। আক্রমণের গতি বাড়াতে ফেরমিন লোপেজকে তুলে নিয়ে নামান অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোকে। ৬২ মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত পাস থেকে সেই ওলমোই দলকে এগিয়ে দেন। ২০২৫ সালে যেটি তাঁর প্রথম গোল।

বিরতির পর কৌশল পাল্টান বার্সা কোচ হান্সি ফ্লিক
বিরতির পর কৌশল পাল্টান বার্সা কোচ হান্সি ফ্লিকরয়টার্স

৮৫ মিনিটে ইয়ামালের বদলি নামেন ফেরান তোরেস। ১০ মিনিট পরেই তিনি করেন বার্সার দ্বিতীয় গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাঁর গোলটা এসেছে রাফিনিয়ার বাড়ানো বল থেকে। কিছুক্ষণ পর রেফারি যখন শেষ বাঁশি বাজান, তখন বাংলাদেশ সময় ভোররাত ৪টা। ব্যস, আড়াই ঘণ্টার ব্যবধানে আতলেতিকোকে টপকে আবারও শীর্ষে বার্সা।

ও হ্যাঁ, আরেকটা বিষয় বলাই হয়নি। লা লিগার এই মৌসুমে দুই দলের প্রথম লড়াইয়ে বার্সাকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছিল লাস পালমাস। ফিরতি ম্যাচ জিতে কাল রাতে মধুর প্রতিশোধও নিয়ে ফেলেছে কাতালানরা।

এই শটেই গোল করেছেন দানি ওলমো
এই শটেই গোল করেছেন দানি ওলমোরয়টার্স

ম্যাচ শেষে মুভিস্টারকে ওলমো বলেছেন, ‘আমরা শীর্ষে উঠতে চেয়েছিলাম। তবে কোনো ধরনের চাপ অনুভব করিনি। আমরা জানি এটা (লা লিগার শিরোপা জেতা) এখন আমাদের ওপর নির্ভর করছে।’

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments