খেলাধুলা

লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

ডেস্ক রিপোর্ট : প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

আজ সকালে লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়েছে রংপুর।

এই জয়ে ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে রংপুর। সমানসংখ্যক ম্যাচে রংপুরের মত ৪ করে পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং লাহোরেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট পায় রংপুর।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে রংপুর। লিগ পর্বে ভিক্টোরিয়ার কাছে ১০ রানে হেরেছিলো রংপুর।

বৃষ্টির কারণে ৯ ওভারে নির্ধারিত হয় রংপুর-লাহোরের ম্যাচটি। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ বলে ৪৭ রানের সূচনা করেন রংপুরের দুই ওপেনার যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ও সৌম্য সরকার।

জুটিতে ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২২ রান করে আউট হন সৌম্য। এই জুটিতে টেইলর করেন ১৩ বলে ২৩ রান।

দলীয় ৪৭ রানে সৌম্য ফেরার পর ক্রিজে এসে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। টেইলরের সাথে দ্বিতীয় উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করেন সাইফ। এতে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের সংগ্রহ পায় রংপুর। মাত্র ১ উইকেট হারানোয় লাহোরকে বৃষ্টি আইনে ৯ ওভারে ১১১ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় রংপুর।

ব্যাট হাতে রংপুরের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন টেইলর। ১৪ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন সাইফ। টেইলর ও সাইফের ইনিংসে সমান ৪টি চার ও ১টি ছক্কা ছিলো।

৯ ওভারে ১১১ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় লাহোর। স্পিনার মাহেদি হাসানের করা ওভারের তৃতীয় বলে রান আউট হন লাহোরের ওপেনার এডাম রোসিংটন। এরপর চতুর্থ বলে লুক ওয়েলসকে এবং পঞ্চম বলে মোহাম্মদ ফাইজানকে শিকার করেন মাহেদি।

১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লাহোর। ইনিংসের তৃতীয় ওভারে লাহোরকে হারের মুখে ঠেলে দেন মাহেদি। মোহাম্মদ আশলাককে নিজের তৃতীয় শিকার বানান মাহেদি।

১৪ রানে ৪ উইকেট হারানোর পর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি লাহোর। নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রানের বেশি তুলতে পারেনি লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মির্জা বেগ।

রংপুরের মাহেদি ২ ওভারে ১১ রানে ৩টি এবং ইংল্যান্ডের জ্যাক চ্যাপেল ২ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন টেইলর।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments