জাতীয়

রংপুরে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ছাড়াল

রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত রোগীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়নি।
এদিকে, এডিস মশা নির্মূলে কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে মনে করছেন স্থানীয় জনগণ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৭ জন। এর মধ্যে রংপুরে ১০, কুড়িগ্রামে ৮, নীলফামারীতে ১১, গাইবান্ধায় ৬, ঠাকুরগাঁওয়ে ২ ও দিনাজপুরে ১০ জন রয়েছে। এ পর্যন্ত ছাড়পত্র ফেয়েছেন ২ হাজার ৮৬৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬২ জন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সিটি করপোরেশন লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রাখলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন অনেকে।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, রংপুর নগরীর সাবেক পৌরসভার ১৫টি ওয়ার্ড সিটি কর্পোরেশনের মূল শহর। ইতোমধ্যে কয়েকটি স্থানে আমরা এডিস মশার লার্ভা পেয়েছি। নগরবাসীকে সচেতন করতে প্রচারণা অব্যাহত রয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সব সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিকে প্রস্তুত রয়েছে।

 

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments