মোবাইলে ভূমিকম্পের আগাম খবর
আর্থকোয়াক অ্যালার্ট
https://play.google.com/store/apps/details?id=com.jrustonapps.myearthquakealerts (প্লে স্টোর)
https://apps.apple.com/us/app/earthquake-alerts-and-map/id632040358 (আইওএস
আর্থকোয়াক নেটওয়ার্ক
অ্যাপটিকে অনেকটা ভূমিকম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বলা চলে। ভূমিকম্প হলে ব্যাবহারকারীরা এখানে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দিতে পারে, পারে চ্যাট করতেও।
একটি নির্দিষ্ট এলাকাভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তুলতেও অ্যাপটি কাজ করছে। এটিতে একদিকে ব্যবহারকারীদের লোকেশনের ওপর ভিত্তি করে রিয়াল টাইম অ্যালার্ট চলে যায়, অন্যদিকে Seismic Networks ফিচারের মাধ্যমে যেকোনো এলাকার শেষ ২৪ ঘণ্টার ভূমিকম্পের অবস্থাও দেখা সম্ভব হয়। ভূমিকম্পের মাত্রা এবং নিজেদের অবস্থানের ওপর ভিত্তি করে নোটিফিকেশন কাস্টমাইজ করার সুযোগ রেখেছে অ্যাপটি। লিংক:
https://apps.apple.com/us/app/earthquake-network/id1449893235 (আইওএস)
মাইশেক
মূলত সেন্সর ব্যবহার করে নির্দিষ্ট স্থানের ভূমিকম্প শনাক্ত করতে এবং শনাক্তকৃত তথ্যের মাধ্যমে ব্যবহারকারীদের রিয়াল টাইম সতর্ক করে অ্যাপটি। এ ছাড়া পুরো কমিউনিটির কাছে ভূমিকম্পের খবর পৌঁছাতেও সাহায্য করে মাইশেক।
বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তৈরি করা মাইশেক অ্যাপটি ব্যবহারকারীদের অভিজ্ঞতার ওপর সমীক্ষা চালায়, যা থেকে উপকৃত হয় পুরো কমিউনিটি। লিংক:
https://apps.apple.com/us/app/myshake/id1467058529 (আইওএস)
কুয়েকফিড
নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করে বিভিন্ন এলাকার ভূমিকম্পের তীব্রতা, মাত্রা সব কিছুই জানা যায় অ্যাপটির মাধ্যমে। ১৯০০ সালের পর থেকে যেকোনো বড় আকারের ভূমিকম্পের তথ্যও পাওয়া যাবে অ্যাপটিতে। বাড়তি হিসেবে আছে দাবানল, হারিকেন এবং অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঐতিহাসিক মানচিত্র। বর্তমানে আইওএস প্ল্যাটফরমের এক নম্বর ভূমিকম্পবিষয়ক অ্যাপ এটি। লিংক:
https://apps.apple.com/us/app/quakefeed-earthquake-tracker/id403037266 (আইওএস)