খেলাধুলা

‘মার্চ ফর গাজা’র প্রতি সংহতি জানিয়ে মাহমুদুল্লাহর ভিডিও বার্তা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের প্রতিবাদে সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ আন্দোলন। ৭ এপ্রিল তারিখটিকে প্রতীকী প্রতিবাদ দিবস হিসেবে বেছে নিয়ে লক্ষ লক্ষ মানুষ কাজ ও শিক্ষায় বিরতি রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজার প্রতি সংহতি প্রকাশ করছেন।

বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়া অঙ্গনের তারকারাও গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন। সে তালিকায় এবার নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘আসসালামুয়ালাইকুম, আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। আমি সকল স্তরের মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নিই এবং ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা পুরো বিশ্বে ছড়িয়ে দিই।’

রিয়াদের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনেকেই এই কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আন্তর্জাতিক মানবিক ইস্যুতে তার এমন ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করছেন অনুসারীরা।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন এক লাখেরও বেশি। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন প্রান্তে গণবিক্ষোভ, প্রতীকী ধর্মঘট ও মিছিলের মধ্য দিয়ে গাজাবাসীর প্রতি একাত্মতা জানানো হচ্ছে।

আর সেই বিশ্বজুড়ে প্রতিরোধের ঢেউয়ে এবার সরব হয়ে গাজাকে স্যালুট জানালেন বাংলাদেশের ‘সাইলেন্ট ফাইটার’ মাহমুদউল্লাহ রিয়াদ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments