রাজনীতি

মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে: জামায়াত নেতা নুরুল ইসলাম

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলামছবি: জামায়াতে ইসলামীর সৌজন্যে

ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বিক্ষোভ মিছিল–পূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে।

সোমবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে জামায়াত নেতা নুরুল ইসলাম বলেন, মানবতাবিরোধী, গণহত্যাকারী নেতানিয়াহুর ইসরায়েল রাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিষফোড়া হিসেবে বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিন ও বাইতুল আকসাকে নিয়ে একের পর এক চক্রান্ত ও ষড়যন্ত্র করে সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। তিনি বলেন, আজকে শুধু পাখির মতো গুলি করে মানুষ হত্যা নয়, আকাশ থেকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে মানুষগুলোকে ছিন্নভিন্ন করে দেওয়া হচ্ছে। নেতানিয়াহুর নির্দেশে ফিলিস্তিনের অগণিত বেসামরিক নাগরিকদের হত্যা করা সত্ত্বেও জাতিসংঘ চুপ করে বসে রয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানিয়ে শুধু পতাকা উত্তোলন নয়, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশকে কঠোর জবাব দিতে হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী। তিনি বিশ্বের কাছে শ্রদ্ধা ও আস্থার এক মহান ব্যক্তি। তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলি হামলা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দিতে হবে। এ জন্য ২০০ কোটি মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য খলিলুর রহমান মাদানী বলেন, ইহুদি গোষ্ঠী আশ্রয়ের জন্য আরব ভূখণ্ডে এসেছে। মুসলিমরা দয়া দেখিয়ে তাদের আশ্রয় দেওয়ার পর তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করে। ফিলিস্তিন দখল করে নেওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে বর্বরোচিত নৃশংস গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক আবদুল মান্নান, শামছুর রহমান।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments