বিশ্বের সবচেয়ে দামি ১০ কলম, সর্বোচ্চ মূল্য ৯৭ কোটি টাকা
০৬ ফেব্রুয়ারি ২০২৫, জাতির আলো , জাতির আলো ডেস্ক:
কলম নিছক লেখার উপকরণ নয়, দীর্ঘদিন ধরে কলমের মধ্য দিয়ে ইতিহাস ও রুচিশীল কারুশিল্পকে ফুটিয়ে তোলার প্রবণতা দেখা গেছে। মিসরীয় লেখকদের ব্যবহৃত প্রাচীন নলখাগড়া থেকে শুরু করে ১৯ শতকের ফাউন্টেন পেন পর্যন্ত নানা রূপে বিবর্তিত হয়েছে কলম। ২০ শতকের গোড়ার দিকে মূল্যবান ধাতু ও পাথরে সজ্জিত বিলাসবহুল কলমগুলো মর্যাদা ও শৈল্পিকতার প্রতীক হয়ে উঠেছিল। আর বর্তমান সময়ের কলমগুলোয় সূক্ষ্ম নকশা ও ব্যক্তিগত অভিব্যক্তির প্রকাশ দেখা যায়। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সদবির সহযোগী প্রতিষ্ঠান দুবাই সদবি’স ইন্টারন্যাশনাল রিয়েলটির ওয়েবসাইটে বিশ্বের দামি ১০ কলমের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী দামি কলমগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফুলগর নকটারনাস কলম: ইতালির প্রতিষ্ঠান তিবালদির তৈরি ফুলগর নকটারনাস একটি অনন্য কলম। ফুলগর নকটারনাসের অর্থ ‘রাতের ঝলমলে প্রভা’। ২০২০ সালে সাংহাইয়ে একটি দাতব্য সংস্থার নিলামে কলমটি ৮০ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৭ কোটি টাকা) বিক্রি হয়েছিল। ব্যতিক্রমধর্মী এই কলমে ৯৪৫টি কালো রঙের হীরা এবং ১২৩টি চুনি বসানো আছে। আর কলমের নিবটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সোনা দিয়ে। কলমের ১৬টি ক্লিপসহ সামগ্রিক নকশায় ব্যবহৃত উপাদানগুলো অত্যন্ত যত্নসহকারে তৈরি করা। এই কলমের অসাধারণ নকশা, বিরল উপকরণ ও দুষ্প্রাপ্যতার কারণে এটি বিশ্বের সবচেয়ে দামি কলমের মর্যাদা ধরে রেখেছে। বিশ্বে শুধু একটি ফুলগর নকটারনাস কলম আছে।
দ্য হেভেন গোল্ড বাই আনিতা তান: দ্য হ্যাভেন গোল্ড বাই আনিতা তান কলমটি রুচি ও নৈপুণ্যের এক দারুণ নিদর্শন। বিশ্বজুড়ে এ ধরনের মাত্র আটটি কলম আছে। এতে বসানো হয়েছে ১ হাজার ৮৮৮টি হীরা, সর্বসাকল্যে যার ওজন ৪৮ ক্যারেট। পাশাপাশি এটিতে ১৬১টি উজ্জ্বল রঙের হীরা আছে, যা অসাধারণ রকম জ্বলজ্বল করে। ২০১০ সালে নকশা করা এই কলম চীনের প্রাচীন রাজ্য তানের ঐতিহ্যকে প্রতিফলিত করে। সৌভাগ্যের প্রতীক হিসেবে শুভ সংখ্যা ৮ ব্যবহার করা হয়েছে। হ্যাভেন গোল্ডের কারুকাজ করা হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে। দুষ্প্রাপ্যতা ও জটিল কারুকাজের কারণে কলমটি সংগ্রাহকদের কাছে খুবই কাঙ্ক্ষিত বস্তু। এর দাম ৯ লাখ ৯৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৭ লাখ টাকা)।
মিস্ট্রি মাস্টারপিস কলম: মিস্ট্রি মাস্টারপিস নামের এই দামি কলম ২০০৬ সালে যৌথভাবে তৈরি করেছে মন্টব্ল্যাঙ্ক ও ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস। এই দুই ব্র্যান্ডের ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমটি তৈরি করা হয়। ব্যয়বহুল এই কলমের তিনটি সংস্করণ আছে। প্রতিটিতে নীলকান্তমণি, চুনি বা পান্না দিয়ে কারুকাজ করা। মিস্ট্রি মাস্টারপিসের ওপর ৮৪০টি হীরা বসানো, যার মোট ওজন ২০ ক্যারেট। কলমটিতে ভ্যান ক্লিফ ও আর্পেলসের মিস্ট্রি সেটিং কৌশল ব্যবহার করা হয়েছে। এই কৌশলের কারণে কলমটির দিকে একঝলক তাকালে ভাসমান পাথরের মতো বিভ্রম হয়। মিস্ট্রি মাস্টারপিস কলম তৈরি হয়েছে মাত্র ৯টি। এর দাম ৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৮৫ লাখ টাকা)।
কাহরান দাশ গথিকা পেন: গথিক শিল্প ও স্থাপত্যের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ২০০৬ সালে প্রথম গথিকা কলম তৈরি করে সুইজারল্যান্ডের কোম্পানি কাহরান দাশ। এ ধরনের কলম তৈরি হয়েছে ১ হাজার ১৪০টি। এর দাম ৪ লাখ ৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৯২ লাখ টাকার বেশি)। রোডিয়ামের প্রলেপ দেওয়া কলমটিতে গথিক জানালার মতো নকশা করা আছে। তার ওপর আবার রংবেরঙের ফুলের নকশা। বার্সেলোনার রৌপ্যশিল্পীরা কলমটির আকার তৈরি করেছেন আর কাহরান দাশ কোম্পানির দক্ষ কারিগরদের হাতে চূড়ান্ত রূপ পেয়েছে গথিকা কলম। রোডিয়াম ও ১৮-ক্যারেট সোনার মতো মূল্যবান উপকরণ দিয়ে তৈরি অনন্য এই কলম সংগ্রাহকদের কাছে আগ্রহের বস্তু।
মন্তেগ্রাপ্পা ড্রাগন ব্রুস লি সেট: ইতালির কোম্পানি মন্তেগ্রাপ্পার তৈরি ড্রাগন ব্রুস লি নামের কলম সেটটি কিংবদন্তি মার্শাল আট তারকা ব্রুস লির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। এর দাম ২ লাখ ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৫১ লাখ টাকার বেশি)। এই সেটে আছে একটি ফাউন্টেন পেন, একটি বলপয়েন্ট কলম, একটি ক্রিস্টালের তৈরি কালির পাত্র। মূল্যবান সেলুলয়েড ও ১৮-ক্যারেট সোনা দিয়ে তৈরি কলমগুলোয় কালো ও সাদা রঙের হীরা বসানো এবং ড্রাগনের নকশা করা। অসাধারণ এই কলমও শৌখিন সংগ্রাহকদের প্রিয় বস্তু।