জাতীয়

বিএনপির চলমান আন্দোলন রাষ্ট্রদ্রোহিতার শামিল : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলন রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলন রাষ্ট্রদ্রোহিতার শামিল। শুরু থেকেই তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এখন যে প্রচার চালাচ্ছে, তার ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় আকারে হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, অতীতেও দেখা গেছে, এ ধরনের প্রতিষ্ঠানের, বিদেশি প্রতিষ্ঠানের রিপোর্টের সত্যতা নেই। এ ক্ষেত্রে দেশের মানবাধিকার কমিশনের তথ্যই গুরুত্বপূর্ণ।

নির্বাচন ঘিরে একাধিক মন্ত্রীর ওপর হামলার আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি আছে। এ ধরনের কিছু করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী আগেভাগেই ব্যবস্থা নেবে।

বর্তমানে কারা বিরোধী দল- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে রাজনীতিতে নেই, তাই তারা অপজিশনেও নেই। অপজিশন দল জাতীয় পার্টি, এখনো তাই।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments