প্রীতি জিনতা নতুন করে আরেক আলোচনায়

ডেস্ক রিপোর্ট : বর্তমানে বলিউডের আলোচনায় থাকা অভিনেত্রীর নাম প্রীতি জিনতা। এর প্রধান কারণ এই অভিনেত্রী পাঞ্জাব কিংসের অন্যতম মালিক। দুই দিন আগেই তিনি দল সাজাতে ১৫৬ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে প্রথম আলোচনায় আসে। গতকাল এই অভিনেত্রী নিলামের পুরো সময় আলোচনায় ছিলেন। নতুন আরেক কারণেও আলোচনায় ছিলেন প্রীতি।

প্রীতি জিনতার ক্যারিয়ারের অন্যতম ‘কাল হো না হো’ সিনেমা। এই সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন শাহরুখ খান ও সাইফ আলী খান। বলিউডের এই আলোচিত সিনেমা গত ১০ দিন হলো পুনরায় সিনেমা হলে মুক্তি পেয়েছে। রোমান্টিক এই সিনেমা ১০ দিনে নতুন করে আয়ে যোগ করেছে ৩ কোটি ১৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ কোটি টাকা। প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি বেশি দর্শক পেয়েছে। এমনকি প্রীতি জিনতা আইপিএলের নিলাম নিয়ে আলোচনায় আসায় ৩ দিনে সিনেমাটি ৩০ ভাগ দর্শক বেশি পেয়েছে, যা ১০তম দিনের হিসাবে পুনরায় মুক্তি পাওয়া কোনো সিনেমার জন্য রেকর্ড।

২০০৩ সালের ২৮ নভেম্বর মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাল হো না হো।’ ওই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল এটি। বক্স অফিসে যেমন আয় করে ছবিটি, তেমনি ভক্তদের মনেও জায়গা করে নেয় শাহরুখ–প্রীতি জিনতারা। সেই সিনেমা ২১ বছর পরে ১৫ নভেম্বর পুনরায় মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় ৭৭ লাখ রুপি। প্রথম সপ্তাহে আয় দাঁড়ায় ২ দশমিক ০২ কোটি রুপি। পরের তিন দিনে সিনেমাটি আয় করে ১ কোটি ১৫ লাখ রুপি। ১০ দিনেই সিনেমাটির আয় ৩ দশমিক ১৫ কোটি রুপি।

‘কাল হো না হো’ সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। তবে অনেকেই মনে করেন করণ জোহর। তিনিই চিত্রনাট্য লিখেছেন। এক সাক্ষাৎকারে করণ জোহর জানিয়েছিলেন, সিনেমার ন্যায়না চরিত্রটি তিনি লিখেছিলেন কারিনা কাপুরকে ভেবে। কিন্তু লেখার পর প্রীতিকেই তাঁর মনে হয়েছে চরিত্রটির জন্য সবচেয়ে উপযুক্ত। তাই প্রস্তাবটি প্রীতি জিনতাকে দেওয়া হয়। প্রীতিও লুফে নেন চরিত্রটি। এটি এখনো তাঁর ক্যারিয়ারের আলোচিত সিনেমার একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *