জাতীয়

পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনে তারা এ দাবি জানান।

তবে দেশের পরিস্থিতি নিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন, ‘আপনিও কি তা-ই ভাবছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’

সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতেই রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments