নরেন্দ্র মোদি বাইডেনের স্ত্রীকে ‘সবচেয়ে দামি’ উপহার দিয়েছেন
ডেস্ক রিপোর্টার: বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে নানা উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে ২০২৩ সালে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিলকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য। জাতীয় নীতি অনুযায়ী, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাবস্থায় ৪ বছরে জিল বাইডেন ভিনদেশি নেতাদের কাছ থেকে কী কী উপহার পেয়েছেন, তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে।
দেখা গেছে ফার্স্ট লেডি ২০২৩ সালে সাড়ে ৭ ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন, সেটাই সবচেয়ে ব্যয়বহুল। এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন ১৪ হাজার ডলারের ব্রোচ।
ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের ৯০ শতাংশ হীরা প্রক্রিয়াজাত করা হয়। রুশ হীরা আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত। প্রেসিডেন্ট বাইডেনও বিদেশি নেতাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। সেটির দাম ৭ হাজার ১০০ ডলার। ৩ হাজার ৪৯৫ ডলার দামের মোঙ্গলিয়ার যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপার ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। সেটির দাম ২ হাজার ৪০০ ডলার।