শিল্প বাণিজ্য

নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা

জাতির আলো

১১ ফেব্রুয়ারি ২০২৫

 

নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এটি হবে নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা।

এদিন সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে মুদ্রানীতি নিয়ে আলোচনা হবে। বিনিময় হার ব্যবস্থাপনায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। মূল্যস্ফীতি কিছুটা কমে আসা ও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল থাকায় এমন মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।

জানা গেছে, বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘোষণা করবেন। এ সময় আহসান এইচ মনসুর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে— বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টাগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ– বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ-সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারে অধীনে এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি এটি। তবে কেন্দ্রীয় ব্যাংক এখনই সংকোচন থেকে সম্প্রসারণের নীতিতে যাবে না। গত বছর ১৮ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments