দেশের প্রেক্ষাগৃহে ৭ ফেব্রুয়ারি ‘বলী’
০৪ ফেব্রুয়ারি ২০২৫, জাতির আলো
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’। সিনেমার প্রযোজক পিপলু আর খান জানান, ৭ ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই এখন সব প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জেতা ‘বলী’।
পিপলু আর খান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আরও সপ্তাহখানেক পেছানোর। ১৪ ফেব্রুয়ারি বেছে নিয়েছিলাম। পরে পরিচালকের সঙ্গে কথা বলে, বেশ কিছু কারণে আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। ৭ তারিখে মুক্তি দেওয়াই এখন আমাদের কাছে বেটার মনে হচ্ছে। অল্প সময় হাতে থাকলেও এই সময় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
সিনেমাটির মুক্তি উপলক্ষে জানুয়ারির শেষে দেশে এসেছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। জানালেন, সিনেমা মুক্তি নিয়েই তিনি ব্যস্ত। গতকাল তিনি বলেন, ‘৭ ফেব্রুয়ারিতেই আমরা সিনেমাটির মুক্তি দিচ্ছি। ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে সেভাবেই চুক্তি হয়েছে। আমরা সেভাবেই সিনেমাটি নিয়ে শেষ মুহূর্তের কাজগুলো শেষ করছি।’
২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করে ‘বলী’। সিনেমাটি গত বছর সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কিছু উৎসবে প্রদর্শিত হয়। সর্বশেষ গত জানুয়ারিতে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা নির্বাচিত হয় বলী। সে আয়োজনে প্রযোজক জানিয়েছিলেন, খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। অবশেষে দেশের দর্শক ৭ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
ইকবাল হোসাইন চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর মানুষ। বেড়ে উঠেছেন বঙ্গোপসাগরঘেঁষা উপকূলীয় অঞ্চলে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও পরবর্তী সময়ে নিখোঁজ মানুষের আহাজারি কাছ থেকে শুনেছেন।
এ জন্য প্রথম সিনেমা বানানোর সময় তাঁকে সবচেয়ে বেশি তাড়িত করেছে সমুদ্র ও তাঁর শিকড়ের যোগসূত্র। চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।
২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’। সিনেমায় মূল বলীর চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল। বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারেও প্রতিনিধিত্ব করে।