খেলাধুলা

টানা দ্বিতীয় ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি মাতাচ্ছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে গত রাতে প্রথম ম্যাচের মতোই অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন বাংলাদেশের এই সুপারস্টার। তার দলও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ৭ উইকেটের জয়ের দিনও সাকিব ম্যাচসেরার পুরস্কার পাননি।
গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলাদেশের আরেক প্রতিনিধি লিটন কুমার দাস এদিন বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি।
রবিবার রাতে ব্রামটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিসিসগা প্যান্থার্স নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪০ রান। বল হাতে ২৮ রান দেওয়া সাকিবের শিকার হয়েছেন আজম খান। সাকিবের প্রথম ওভারে টানা দুই বলে ছক্কা ও চার মারেন এই পাকিস্তানি ক্রিকেটার।
ফিরতি ওভারে এসেই তাকে এলবিডাব্লিউ করে প্রতিশোধ নেন সাকিব। ১৯তম ওভারে সাকিব দেন মাত্র ৪ রান। জিমি নিশামের ৩৫ বলে অপরাজিত ৫৪ ও নাভনিতের ৪৭ বলে ৪৬ রানের ইনিংসে মিসিসগা লড়াই করার মতো স্কোর পায়।
রান তাড়ায় নেমে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় মন্ট্রিয়ল।
দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন ক্রিস লিন ও সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার বিধ্বংসী শুরু করেন। এক পর্যায়ে তার রান ছিল ১৬ বলে ৩৫। পরে লেগ স্পিনার উসমান কাদিরের বলে স্টাম্পড হওয়ার সময় তার নামের পাশে ছিল ২৪ বলে ৩৬ রান। অধিনায়ক লিন অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৪ রান করে।
৪ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মন্ট্রিয়লের বাঁহাতি পেসার কালিম সানা।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments