আন্তর্জাতিক

গা’জা একটি ‘কিলিং ফিল্ড’ হয়ে উঠেছে: জাতিসংঘের মহাসচিব

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন একটি ‘কিলিং ফিল্ড’ বা হত্যার মাঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (৯ এপ্রিল) ফিলিস্তিনি এ উপত্যকায় ২৬ জন নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব বলেছেন, ইসরায়েলি হামলা এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আরোপিত অবরোধের মধ্যে গাজার বেসামরিক নাগরিকরা একটি অন্তহীন মৃত্যু লুপে আটকে পড়েছে।

তিনি বলেন, এক মাসেরও বেশি সময় ধরে ২.৩ মিলিয়ন বা ২৩ লাখ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের প্রবেশকে বাধা দেওয়া হচ্ছে।

আন্তোনিও গুতেরেস আরও বলেন, গাজায় গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং সিল করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। খাদ্য থেকে চিকিৎসা সরবরাহ এবং জ্বালানি সবকিছুর প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন আহত হয়েছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments