শিক্ষা

খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে তামিম-খালিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িকের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিজবুল্লাহ তামিম ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ আহম্মেদ নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে নৈয়ায়িক কর্তৃক অনুষ্ঠিত ‘ফ্রেশার্স লীগ ২০২৫’-এর ফাইনালে সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (প্রশাসন) রাফিদুল ইসলাম রাফিদ, সহসভাপতি (বিতর্ক ও কর্মশালা) সানিল সরদার, সহকারী সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীম, আবু বক্কর সিদ্দিক সুমন। ডিবেট কাউন্সিলর নওরীন হক, সহকারী ডিবেট কাউন্সিলর সৈয়দা নূরী জান্নাত বর্ষা, মো. মোসিউক হোসাইন সম্রাট, মো. নূর আলম। ইংরেজি শাখা পরিচালক ফারহানা হাসান অনন্যা। সহকারী ইংরেজি শাখা পরিচালক পার্থ দত্ত, মো. হোসাইন, প্রমা বনিক।

সাংগঠনিক সম্পাদক তাহরীম জামান। সহ-সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম সৌরভ, জাকিয়া ফারহানা চৌধুরী মাধুরী। পরিচালক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স রাজস্রী দাস সৃজা, সহকারী পরিচালক এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাফিয়া ওয়াহিদ নির্ঝর। দপ্তর সম্পাদক মোল্যা মেহেদী হাসান, সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মাদ শাহাজাদা, আরাফাত হোসেন তাসিন খান। কোষাধ্যক্ষ তামান্না তন্বী, সহকারী কোষাধ্যক্ষ চিংহ্লামং মারমা। মিডিয়া সম্পাদক মো. কায়সার হামেদ।

সহকারী মিডিয়া সম্পাদক অর্পিতা। প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মোমিন, সহকারী প্রকাশনা সম্পাদক সামাদ মোল্লা রইস। ডাটা ও লজিস্টিকস সম্পাদক আশরাফ ফাহিম অনিক, সহকারী ডাটা ও লজিস্টিকস সম্পাদক, তান্না তাবরিজ জিমহা। অনুষ্ঠান সম্পাদক মো. আল-আমিন হোসেন রাফিদ ফয়সাল কাব্য, সহকারী অনুষ্ঠান সম্পাদক তামিম হাসান। প্রদর্শনী বিষয়ক সম্পাদক সৌরভ রয়, সহকারী প্রদর্শনী বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাফসান গুলদার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মেফাদুজ্জামান রাতুল, সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সুরাইয়া তাবাসসুম। লাইব্রেরি সম্পাদক অয়ন কুমার নন্দি, সহকারী লাইব্রেরি সম্পাদক রাফিয়া ইসলাম মীম। কার্যনির্বাহী সদস্য আলকামা রমিন, মুরাদীল মুস্তাকিন সুরাইয়া আক্তার লাবনী, আমানি রশীদ ইরাম, রাহাদ উল ইসলাম রাহাদ ও মেহেদী হাসান।

‘ফ্রেশার্স লীগ ২০২৫’-এর ফাইনাল এবং সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর তুহিন রয়, উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী প্রফেসর আবুল বাশার ও একই ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি। ফ্রেশার্স লীগে বিজয়ী হয় সরকার দলের সদস্যরা। তারা হলেন অর্নব, জয়তি মোহালি ও সিদ্দিকা।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments