আন্তর্জাতিক

কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা

ঢাকা, 1 ফেব্রুয়ারি, (জাতির আলো) :

রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি কঙ্গোর গোমা শহর দখল করে নিয়েছে। কঙ্গোর রাজধানী কিনসাসার দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছে। এর পরেই ওয়াগনার এই অভিযোগ তুলেছেন।

কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রুয়ান্ডার নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও বৈদেশিক সাহায্য বন্ধ করার দাবি রয়েছে। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে রুয়ান্ডার সেনাদের বরখাস্ত করারও আহ্বান জানিয়েছেন।

তবে রুয়ান্ডার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। রুয়ান্ডার মুখপাত্র ইওলান্দ মাকোলো বলেন, রুয়ান্ডার সেনারা কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে মোতায়েন করা হয়েছে। তাদের ভূখণ্ড দখল বা শাসনক্ষমতা পরিবর্তনের কোনো উদ্দেশ্য নেই।

এদিকে, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন আঞ্চলিক জোট ‘দ্য সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি’ (এসএডিসি) কঙ্গো পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করতে জিম্বাবুয়ে পৌঁছেছে। এই জোট কঙ্গোতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীসহ অন্যান্য গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রম চালাচ্ছে। তথ্য: বিবিসি

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments