তবে ওভারে ছয় ছক্কা এবং মোট ১১টি হাঁকিয়ে বিধ্বংসী এক রূপ দেখিয়েছেন সালমান নিঝার।
নামটা শুনে অপরিচিত লাগছে তাই তো? তবে গতকাল তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে যা করেছেন তাতে তার খোঁজ খবর রাখতেই হতে পারে অনেককে। শেষ বৈধ ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে যে হইচই ফেলে দিয়েছেন বিশ্ব ক্রিকেটে।
কেরালা ক্রিকেট লিগে আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস খেলেছেন নিঝার। শেষ দুই ওভারে এই তাণ্ডব চালিয়েছেন ক্যালিকট গ্লোবস্টারসের এই ব্যাটার।
১৯তম ওভারে বাসিল থাম্পিকে ছয় ছক্কা মারার খুব কাছে গিয়ে পারেননি শেষ বলে ১ নেওয়াতে। তবে শেষ ওভারে সেই স্বাদ পূরণ করেছেন ২৮ বছর বয়সী ব্যাটার। অভিজিৎ প্রবীণকে ঠিকই ছয় ছক্কা হাঁকান তিনি। হতে পারত ৭টাও।
তবে নো বলে ২ রান নেওয়ায় তা আর হয়নি।সব মিলিয়ে শেষ ওভারে ৪০ রান দিয়েছেন অভিজিৎ। সালমান নিয়েছেন ৩৮। আর বাকি ২ রান ওয়াইড। আর আগের ওভারের ৩১ রানসহ সব মিলিয়ে শেষ দুই ওভারে মোট রান হয় ৭১।
এমন ঝোড়ো ইনিংস শুরুর আগে তার স্কোর ছিল ১৩ বলে ১৭। আর শেষ সেই একই ব্যাটারই শেষ ১৩ বলে নিয়েছেন ৬৯ রান। সব মিলিয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।সালমানের বিধ্বংসী ইনিংসের দিনে জয়ও পেয়েছে তার দল ক্যালিকট। প্রতিপক্ষকে ১৮৭ রানের লক্ষ্য দিলে ত্রিবান্দ্রম ১৭৩ রানে গুটিয়ে যায়। তাতে ১৩ রানের জয় পায় ক্যালিকট।