ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে
আন্তর্জাতিক ডেস্ক, ১৭ নভেম্বর, ২০২৪ (জাতির আলো) : লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠি শনিবার ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, অপরদিকে একই দিনে ইসরাইলি বাহিনী ইরান-সমর্থিত গোষ্ঠীটির ঘাঁটিতে একের পর এক হামলা শুরু করে। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
ইসরাইল সেনাবাহিনী বলেছে, গ্রিনিচ মান সময় ২১৩০টায় হিজবুল্লাহ নিক্ষিপ্ত প্রায় ৮০টি প্রজেক্টাইল আজ লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছে।