রাজনীতিসর্বশেষ

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাচানুরের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের (রিমন) বিরুদ্ধে মামলাসাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনফাইল ছবি : সংগৃহীত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকা অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়েছে। একই সঙ্গে ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৫৮২ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে শওকতের স্ত্রী রওনকের সম্পদের বিবরণী দাখিল করতে বলেছে দুদক।

১৯৯৪-৯৫ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষে শওকতের মোট পারিবারিক ব্যয় ১৬ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৪৫ টাকাসহ অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫৩৪ টাকা। বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭০ টাকা টাকা। এ ক্ষেত্রে আসামি ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments