দেশগ্রাম

আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা

নিজস্ব সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউনোডশনের পরিবেশ প্রকল্পের ডাসকো ফাউন্ডেশন আত্রাউ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং সুশিল সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোঃ ফিরোজ-এর সঞ্চলনায় সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন,ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, এনজিও প্রতিনিধি শাহজাহান আলী সহ কমিউনিটি সিএসও দলের সভানেত্রীগণ ও স্কুল ফোরামের সদস্যবৃন্দ।
প্রকেল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থিত সদস্যবৃন্দকে ভিডিও ডকুমেন্টশন ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপনায় উপস্থিত সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments