আওয়ামী লীগের সময়ে মানুষ আপনজনদের মৃত্যুতেও বিদায় জানাতে পারত না: জামায়াতের আমির
ঢাকা, 1 ফেব্রুয়ারি, (জাতির আলো) :
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ আপনজনদের মৃত্যুতেও বিদায় জানাতে পারত না। ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল।
আজ শুক্রবার রাজধানীর মগবাজারের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাফেজা আসমা খাতুনের বড় ছেলে নিয়াজ মাখদুমের সভাপতিত্বে এবং ছোট ছেলে সাইফুল্লাহ মানছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।