অভিনেত্রীদের অনুষ্ঠানে বাধা, যা বলল শিল্পী সংঘ
০৩ ফেব্রুয়ারি ২০২৫, জাতির আলো
গত কিছু দিনে দেখা গেছে মেহজাবীন চৌধুরী, পরী মণি, অপু বিশ্বাসের মতো জনপ্রিয় তারকারা শোরুম ও রেস্তোরাঁ উদ্বোধনে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি, এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। পাশাপাশি, শুটিং ও শিল্পীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও উত্থাপন করেছে সংগঠনটি।
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে, যদি কোনো অভিনয়শিল্পী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। তবে অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে, শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে। এতে দেশীয় শিল্প–সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে।
অভিনয়শিল্পী সংঘের এই বিবৃতি গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রদান করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।
সংগঠনটির দাবি, এই সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা এবং দেশের সাংস্কৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে যাবে।