খেলাধুলা

নতুন রেকর্ড ‘২০০’ দেখা বিপিএলে চিটাগং কিংসের

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। এবারে বিপিএল নতুন করেই পুরোনো কথাটার প্রমাণ দিয়ে যাচ্ছে। ছক্কায়-ছক্কায় নতুন রেকর্ডই গড়েছে ২০২৪-২৫ মৌসুমটা। দলগতভাবেও নতুন উচ্চতায় উঠেছে এবারের বিপিএল। প্রথম পর্বের শেষ ম্যাচে কাল চিটাগং কিংসের ২০৬ রানের ইনিংসটা এবারের বিপিএলের ১৩তম ২০০ ছাড়ানো দলীয় সংগ্রহ।

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ‘২০০’ দেখার রেকর্ডটা আগেই হয়ে গেছে। বিপিএল এক আসরে সর্বোচ্চ আটটি ‘২০০’ দেখেছিল ২০১৯-২০ মৌসুমে। এবার ফাইনাল শেষে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই।

কাল ফরচুন বরিশালের বিপক্ষে ‘২০০’ করে দলীয় একটি রেকর্ডও গড়েছে চিটাগং কিংস। এবার এ নিয়ে চারবার ২০০ ছাড়াল দলটি। বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশিবার ‘২০০’ করার রেকর্ড এটিই।

এক বিপিএলে সবচেয়ে বেশি ‘২০০’

দল মৌসুম
চিটাগং কিংস ২০২৪–২৫
ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০১২–১৩
ঢাকা ডায়নামাইটস ২০১৭–১৮
খুলনা টাইগার্স ২০২৪–২৫

এক মৌসুমে তিনবার কোনো দলকে ‘২০০’ করতে দেখেছে বিপিএল। ২০১২-১৩ মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটরস, ২০১৭-১৮ মৌসুমে ঢাকা ডায়নামাইটস ও এবারই খুলনা টাইগার্স তিনবার ২০০ ছুঁয়েছে।

বরিশালকে হারিয়ে রংপুরকে তিনে ঠেলে কোয়ালিফায়ারে চিটাগং

খুলনা টাইগার্স ও চিটাগং কিংস, দুই দলই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে। যার অর্থ, খুলনার যেমন চিটাগংকে ছোঁয়ার সুযোগ আছে, তেমনি চিটাগংয়ের সুযোগ নিজেদের ছাড়িয়ে যাওয়ার।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments