বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন : আয়াতুল্লাহ আলী খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, ৪ নভেম্বর, ২০২৪ (জাতির আলো) : গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরাইলের ওপর ক্ষুব্ধ ইরান। এরইমধ্যে দুই পক্ষের মধ্যে ঘটে গেছে হামলা-পাল্টা হামলার ঘটনা। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার তার সামরিক কর্মকর্তাদের ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।‘ তেহরান টাইমস’-এর এক প্রতিবেদনে এই কথা জানা গেছে।

তেহরান টাইমস’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি আজ ৪ নভেম্বর (সোমবার) এ খবর জানিয়েছে।

ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। তাদের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার জানিয়েছে, আগামীকাল অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।

তবে অন্যান্য গণমাধ্যম সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে।

তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছে, ইসরাইলি হামলায় ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন।

ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইলি সামরিক লক্ষ্য বস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ৩০ অক্টোবর বুধবার একটি উচ্চপদস্থ সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার একটি ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে। তা আগামীকালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে।

ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র ‘সিএনএন’কে বলেছেন, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।‘ সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।’

তবে, এই ব্যাপারে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments