
নবীজি (সা.)-কে গাছ ও পাথরের সালাম
রাসুল (সা.)-এর জীবনী পাঠ করলে তাঁর প্রতি সাহাবাদের ভালোবাসা সম্পর্কে জানা যায়। রাসুল (সা.)-এর প্রতি সৃষ্টিজীবের অন্যদেরও অগাধ ভালোবাসা ছিল। এমন কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হলো—
নবীজি (সা.)-কে গাছের সালাম নিবেদন : ইয়ালা ইবনে মুররা (রা.) বলেন, একদা আমরা রাসুল (সা.)-এর সঙ্গে সফর করছিলাম। মাঝপথে এক জায়গায় আমরা যাত্রাবিরতি করি।
রাসুল (সা.) ঘুমিয়ে পড়লে মাটি ভেদ করে একটি গাছ বের হয়ে রাসুল (সা.)-কে ঘিরে নেয়। রাসুল (সা.) ঘুম থেকে উঠলে আমরা তাঁকে ঘটনাটি খুলে বলি। তিনি বলেন, ‘গাছটি আল্লাহর কাছে আমার প্রতি সালাম নিবেদনের অনুমতি প্রার্থনা করে। আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন।
(মুসনাদে আহমদ, হাদিস : ১৮০৩১)
নবীজি (সা.)-কে পাথরের সালাম নিবেদন : আলী (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-এর সঙ্গে মক্কার কোনো এক প্রান্তের উদ্দেশে বের হই। তিনি যেকোনো পাহাড় বা বৃক্ষের কাছ দিয়ে যেতেন তারা তাঁকে ‘আস-সালামু আলাইকুম ইয়া...