মঙ্গলবার, অক্টোবর ৩জাতির কথা বলে
Shadow

মশা নিধন আমাদের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গু বেড়ে গেলেও এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মশা নিধন আমাদের কাজ নয়। আমাদের কাজ রোগীদের সেবা দেওয়া।’ মশা নিধনে সিটি করপোরেশনকে আরও নিয়মিতভাবে কার্যক্রম চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএসের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত।’
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানে তোমরা যারা উপস্থিত আছো, তাদের সবাইকে মনে রাখতে হবে দেশের জন্য তোমাদের কিছু করতে হবে। দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে অনেক আশা নিয়ে। এটা ভুলে গেলে চলবে না, জনগণের করের টাকায় তোমরা পড়াশোনা করছো। একজন শিক্ষার্থীর পেছনে লাখ লাখ টাকা খরচ হয়। সুতরাং জনগণের একটা দাবি রয়েছে তারা যাতে ভালো চিকিৎসা পায়। দায়িত্বের জায়গাটা তোমাদের মনে রাখতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক আরও বলেন, আস্থার অভাবে রোগীরা বিদেশে যায়। আস্থাটা তৈরি করতে হবে। দেশে এখন ভালো হাসপাতাল আছে, ডাক্তার আছে, আধুনিক যন্ত্রপাতি আছে।
তিনি বলেন, আজ দেশে ১১০টি মেডিকেল কলেজ রয়েছে; যেখানে সিট সংখ্যা ১১ হাজার। পর্যাপ্ত শয্যা ছিল না। এখন দেড় লাখ শয্যা। একটি ইনস্টিটিউটও ছিল না, এখন ২০টি ইনস্টিটিউট, পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। কোনো ওষুধ কারখানা দেশে ছিল না; এখন ওষুধ দেশেই তৈরি হচ্ছে।
মন্ত্রী বলেন, উন্নত জাতি গড়তে প্রয়োজন সুস্থতা। চিকিৎসকরাই সে বিষয়টি নিশ্চিত করতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম চৌধুরী, পরিচালক নাজমুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *