Thursday, June 8জাতির কথা বলে
Shadow

খালেদ মোশাররফসহ তিন মুক্তিযোদ্ধাকে হত্যায় ৪৮ বছর পর মামলা

৪৮ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নাহিদ ইজহার খান। তিনি ওই সময় হত্যাকাণ্ডের শিকার কর্নেল নাজমুল হুদার মেয়ে।
সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবায়েত জামান।
তিনি বলেন, তথ্য যাচাই করছি, গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
এজাহারে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ও জাসদ নেতা কর্নেল আবু তাহের বীর বিক্রমের নির্দেশে জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল নাজমুল হুদা ও কর্নেল এ টি এম হায়দারকে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িতদের মধ্যে শুধু ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক মেজর আব্দুল জলিল জীবিত আছেন। তাকেই আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *