Thursday, June 8জাতির কথা বলে
Shadow

সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী বক্তব্যসমূহ অন্তর্ভুক্তি করতে রুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতি বিরোধী বক্তব্যসমূহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে কেন অন্তর্ভুক্তি করা হবে না তা জানতে চেয়ে সুয়োমুটো রুল দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। কেবিনেট সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুদককে অবজারভ করতে বলা হয়েছে এবং ডিজি আর্কাইভকে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৪ঠা জুন রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন এডভোকেট মো খুরশিদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *