Thursday, June 8জাতির কথা বলে
Shadow

পটুয়াখালী বাউফল কলেজছাত্রীকে যৌন হয়রানি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

জাতির আলো প্রতিনিধিঃ কলেজছাত্রীকে যৌন হয়রানি করার অপরাধে ইমরান খান (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাদণ্ডের এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।
জানা গেছে, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী (১৮) কলেজে আসা যাওয়ার পথে ইমরান যৌন হয়রানি করতো। মঙ্গলবার সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার পথে ইমরান তাকে যৌন হয়রানি করলে চিৎকার দেয়। এ সময় লোকজন জড়ো হয়ে ওই যুবককে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *